লোকের বাড়ি থেকে শেষ পর্যন্ত এই গাছ চুরি করলাম? #plants #gardening#gardeningtips

এত সুন্দর গাছটা যে এইভাবে পেয়ে যাব ভাবিনি। বাগানে যাচ্ছিলাম মায়ের সাথে সবজি তুলতে। আর রাস্তায় যেতে যেতেই সাইডে চোখ করতেই দেখি কি সুন্দর গাছগুলো হয়ে আছে। তবে একটা গেটের ভেতরে। আর এত সুন্দর গাছ দেখে ওখানে ফেলে রেখে আসবো এটা কখনোই হতে পারে না। তাই আমিও লেগে পড়লাম গাছগুলোকে তুলে নেওয়ার জন্য। আর ওই ফান্ড গাছটা তুলতে গিয়ে দেখো পাশে আরও একটা পেয়েছি। কিন্তু সেটার ডাল ভেঙে। তো যাই হোক দুটো গাছকেই আমি বাড়িতে নিয়ে এলাম। আর এই দুটো গাছের কি ভ্যারাইটি সেটা কিন্তু আমার জানা নেই।

28 Comments

  1. এই ফার্ন গাছগুলো আমার বাড়ির এখানে অনেক আছে😊😊

  2. আমাদের এখানে তিন-চার রকমের ভ্যারাইটি আছে

  3. দিদিভাই আমার নাম হল সংকলিতা।
    আমার বাড়ির কাছে এমন অনেক অনেক গাছ আছে কিন্তু আমি তা কোন দিন বাড়িতে নিয়ে আসিনি। এটা যদি তুমি নিতে চাও তাহলে আমাদের বাড়ি চলে এসো। ❤❤❤❤

  4. আমাদের এখানে অনেকগুলো গাছ পালাইছে নিয়ে যে দিদি 😊

Pin