কাঠগোলাপ গাছ টার একি অবস্থা?#plants #gardening#gardeningtips

সকালবেলায় ঘুম থেকে উঠে একটা বড় ধাক্কা। কালকের একটুখানি ঝড়ে পাচিলের উপর থেকে এই গাছটা পড়ে গিয়ে পুরো টপটাই ফেটে গেছে। আর গাছের শেকরগুলো তো নষ্ট হয়েইছে। এই কাঠগোলাপটা কিন্তু বেশ ভালো গ্রোথ নিয়েছিল। অনেক তাড়াতাড়ি বাড়ছিল। এবার এই ধাক্কাটা সামলাতে কতদিন লাগবে কে জানে। তো চলো এবার এটাকে একটা নতুন টবে দিয়ে দিই। আমার সাথে তো প্রায় এই ঘটনা হয়ে থাকে। তোমাদের কারো সাথে হয়েছে কিনা জানাতে পারো।

21 Comments

  1. আমার দিদি বাড়িতে এই গাছ টা আছ গোলাপী রঙের ❤❤❤❤

  2. হ্যাঁ গো আমারও অনেকবার এরকম হয়েছে গো বনু❤❤❤

  3. দিদি এটা কাঠগোল আপনার এটা চম্পা ফুল কাঠগোলাপান আর চম্পা এক কি ❤

  4. ক্যাকটাস গাছ কিভাবে বাঁচাবো, একটু বলবে প্লিজ

Write A Comment

Pin