Daily Harvesting.
#explore #garden #greenrooftop #flowers #gardenflowers #gardening #nature #trends #viralshort

নমস্কার বন্ধুরা বন্যার ছাদবাগানে সবাইকে স্বাগত। দেখো বন্ধুরা সকাল সকাল ছাদে চলে এসছি। আজকে কিছু শাক তুলে নেব। কি কি শাক তুললাম দেখো তোমাদের দেখাচ্ছি। ছুরিতে একঝুরি শাক তুলেছি। কলমি শাক, গাদা শাক, পুনকা শাক, চাপাল শাক, কুই শাক সব মিলিয়ে এক ঝুড়ি তুলে ফেলেছি। তোমাদের তুলাটা দেখাতে পারলাম না। ভিডিওটা রেকর্ডিং করতে দিয়ে ক্যামেরা করতে দিয়ে দেখছি টেপাই হয়নি। ভুলে গেছি। শাক তোলার পর তোমাদেরকে পাঠালাম। দেখো বন্ধুরা কেমন লাগে। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দি। লাইক দিয়ে পাশে থেকো।

1 Comment

Write A Comment

Pin